১৫ জানুয়ারি মধ্যে অন্তর্বর্তী সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের প্রোক্লেমেশন ঘোষণা করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সামান্তা শারমিন।
আজ (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এ দাবি জানান তিনি।
এর আগে আজ (৩১ ডিসেম্বর) রাত পৌনে দুইটায় জরুরি বৈঠক শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে 'মার্চ ফর কমিউনিটি' কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হলে বৈষম্য বিরোধী আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণা পাঠ করার সিদ্ধান্ত স্থগিত করে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচির ডাক দেয়। সেই কর্মসূচি থেকেই আজ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সরকারের কাছে ১৫ জানুয়ারি মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের প্রক্লেমেশন ঘোষণা করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সামন্তা শারমিন